দক্ষিণ সুনামগঞ্জে বন্যার্তদের মাঝে খাদ্যসমাগ্রী বিতরণ

আমিনুল হক আমিনুল হক

বায়ান্ন টিভি

প্রকাশিত: ৮:১৮ অপরাহ্ণ, জুলাই ৬, ২০২০ 659 views
শেয়ার করুন
সুনামগঞ্জ জেলার দক্ষিণ সুনামগঞ্জের পশ্চিম পাগলা ইউনিয়নে বন্যা কবলিত ২০০ শত পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
 
আজ সোমবার (৬ জুলাই) দিনব্যাপী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড সম্পূর্ণ ও ৫ নং ওয়ার্ডের রসুলপুর গ্রামের আংশিক অংশে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিলো চিড়া, মুড়ি, চিনি, আম ও বিস্কুট। ৪ নং ওয়ার্ডের কাদিগাঁও ও শত্রুমর্দন (বাঘেরকোনা) গ্রামের দশজন প্রবাসীদের অর্থায়নে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বিতরণ কর্মসূচির বাস্তবায়ন করেন গণমাধ্যমকর্মী ইয়াকুব শাহরিয়ার।
 
দুপুর ১২ টায় খাদ্য সামগ্রী বিতরণের কার্যক্রমের উদ্বোধন করেন দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজি এম জমিরুল ইসলাম মমতাজ। উপস্থিত ছিলেন গণমাধ্যমকর্মী জামিউল ইসলাম তুরান ও সায়াদ হোসেন সবুজ।
 
কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন গণমাধ্যমকর্মী নাহিদ আহমেদ, সমাজকর্মী দেলোয়ার হোসেন, আমির উদ্দিন, রাশিদ আলী, চেরাগ আলী, মুতিবুর রহমান, সাদিকুল ইসলাম টাপু, উজ্জ্বল আলম, তোফায়েল আহমেদ ও জোবায়ের আহমেদ প্রমুখ।